কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় ডাক্তার সহ করোনা আক্রান্ত ১৬ জন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা করোনা আক্রান্তের দিক দিয়ে সারাদেশের সমস্ত উপজেলার ১ নম্বরে রয়েছে। প্রতিদিনই নতুন করে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে।এর ধারাবাহিকতায় ১৪ই  মঙ্গলবার থেকে আজ ১৫ জুলাই বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ জন । এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭৮ জনে। আক্রান্তদের মধ্যে এক শিশু,চারজন নারী এবং বাকিরা সবাই পুরুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন আজ রাত ৮ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক তার বয়স ৪১ বছর।

শুভাঢ্যা ইউনিয়নে একজন নারী তার বয়স ৩১ বছর ও দুই জন পুরুষ তাদের একজনের বয়স ৩৫ অপর জনের ৬৫ বছর।

জিঞ্জিরা ইউনিয়নে আট বছরের এক বাচ্চা ছেলে,১১ বছরের এক কিশোর ও ২৬ এবং ৪৪ বছরের দুই পুরুষ ও ১৯ বছরের এক যুবতী সহ মোট পাঁচ জন।
রুহিতপুর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৬৫ বছর। আগানগর ইউনিয়নে দুই জন পুরুষ তাদের একজনের বয়স ৩১ ও অপর জনের ২৫ বছর।

কোন্ডা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৩১ বছর। কালিন্দী ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৩৪ বছর। কলাতিয়া ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৪৮ বছর ও একজন নারী তার বয়স ২৩ বছর।

উল্লেখ্য গত ৫ই এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এরপর ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল।  ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ হয় এবং ২ জুন এ সংখ্যা ৫০০ ছাড়ায়, ১২ জুন তা ৬০০, ১৪ই জুন তা ৭০০  ও আজ ১৯শে জুন তা ৮০০ ঘর,২৬শেজুন তা ৯০০শর ঘর, ৩০শে জুন ১০০০, ৪ঠা জুলাই ১১০০ এবং ১১জুলাই তা ১২০০শর ঘর  অতিক্রম করেছে ।এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২৬ জন ও সুস্থ হয়ে উঠছেন ৪২৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ৭১০ জন। এ পর্যন্ত মোট পরিক্ষা হয়েছে ৪৩০০ জনের কাছাকাছি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)