কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়ালো, নতুন আক্রান্ত ৩৮

বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে  কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়ালো। আর ৯ই জুলাই বৃহস্পতিবার থেকে আজ ১১ই জুলাই শনিবার সকাল পর্যন্ত দুই দিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮জন । এনিয়ে মোট কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০৪ জনে। আক্রান্তদের মধ্যে এক শিশু,বারোজন নারী এবং বাকিরা সবাই পুরুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন আজ দুপুর২:৩৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্সের একজন পুরুষ তার বয়স ৩২ বছর।

শুভাঢ্যা ইউনিয়নে আট বছর বয়সী এক শিশু, তিনজন নারী তাদের বয়স যথাক্রমে ৩২,৪৩ ও ৬০ বছর এবং নয়জন পুরুষ তাদের বয়স যথাক্রমে ২৮,৩০,৩৩,৩৫,৩৫,৩৬,৪৮,৫২ও ৬০ বছর।

জিঞ্জিরা ইউনিয়নে ১৭ বছর বয়সী এক তরুণী সহ তিন জন নারী এবং সাজেদা হাসপাতালের এক স্টাফসহ  আটজন পুরুষ তাদের বয়স যথাক্রমে ২১,২৬,৩০,৩৪,৪১,৫৫,৬২ ও ৬৫ বছর।

হজরতপুর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৬৫ বছর।রুহিতপুর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৫৭ বছর।
শাক্তা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৩৫ এবং একজন নারী তার বয়স ২৭ বছর।কোন্ডা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৭৫ বছর।

কালিন্দী ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৫১ বছর ও একজন নারী তার বয়স ৪৫ বছর। কলাতিয়া ইউনিয়নে নয় বছর বয়সের এক ছেলে শিশু ও ৩৫ বছর বয়সী এক পুরুষ।চৌদ্দ বছর বয়সী এক কিশোরী সহ চারজন নারী।

উল্লেখ্য গত ৫ই এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এরপর ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল।  ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ হয় এবং ২ জুন এ সংখ্যা ৫০০ ছাড়ায়, ১২ জুন তা ৬০০, ১৪ই জুন তা ৭০০  ও আজ ১৯শে জুন তা ৮০০ ঘর,২৬শেজুন তা ৯০০শর ঘর, ৩০শে জুন ১০০০, ৪ঠা জুলাই ১১০০ এবং আজ ১১জুলাই তা ১২০০শর ঘর  অতিক্রম করলো ।এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২৬ জন ও সুস্থ হয়ে উঠছেন ৪১০ জন এবং হোম আইসোলেশনে আছেন ৬৬৪ জন। এ পর্যন্ত মোট পরিক্ষা হয়েছে ৪২০০ জনের কাছাকাছি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)