কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে

সারাদেশে আজ করোনা আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা গতকালের থেকে একটু কম তার‌ই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে ও গতকালের চেয়ে আজ আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। আজ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সহ করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন। এনিয়ে কেরানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৭০৯ জনে। আক্রান্তদের মধ্যে ৭ জন নারী ও বাকি সবাই পুরুষ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় ৪ দিনে আক্রান্তের সংখ্যা ১২৬ জন

আজ রাত ৯:৪০ মিনিটে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নে একজন নারী তার বয়স ৪১ বছর ও দুই জন পুরুষ , তাদের একজনের বয়স ৪৯ ও অপর জনের ৫০ বছর।

জিঞ্জিরা ইউনিয়নে দুইজন নারী ও হাফেজ রোডে একজন সহ মোট পাচ জন পুরুষ। আগানগর ইউনিয়নে একজন পুরুষ,তার বয়স ৩৭ বছর কালিন্দী ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারী সহ মোট দুই জন।

কলাতিয়া ইউনিয়নে একজন নারী ও দুই জন পুরুষ সহ মোট তিন জন। শাক্তা ইউনিয়নে একজন পুরুষ, তার বয়স ২৭ বছর। কোন্ডা ইউনিয়নে একজন নারী ও দুই জন পুরুষ সহ মোট তিন জন।

বাস্তা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৩৮ ও তারা নগর ইউনিয়নে একজন নারী তার বয়স ৩৫ বছর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পুরুষ কর্মকর্তা তার বয়স ৩৩ বছর। এছাড়া ৩৯ বছর বয়সী একজন পুরুষ তার ঠিকানা উল্লেখ করেনি।

উল্লেখ্য কেরানীগঞ্জে গত ৫ই এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় এবং ১১ই জুন তা ৬০০ ও আজ ১৪ই জুন ঘর অতিক্রম করলো। এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২১ জন, সুস্থ হয়ে উঠছেন ২২৫ ও মোট পরিক্ষা করা হয়েছে ২২০০ জনের কাছাকাছি।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)