
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মৎস কর্মকর্তা সেলিম রেজা সহ ৪৮ ঘন্টায় নতুন করে আরও ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে এবং একই সময় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
আজ ২০ মে (বুধবার) খবরটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন। এনিয়ে কেরানীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জনে। এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।
মৎস কর্মকর্তা সেলিম রেজা ছাড়া বাকি ২৯ জনের মধ্যে আগানগর, শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নে ০৫ জন করে। জিনজিরা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১ ডাক্তার সহ ১০ জন, বাস্তা(আব্দুল্লাহপুর) ও শাক্তা ইউনিয়নের ১জন করে। অন্যজন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নতুন ২৪ জন সহ উপজেলায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এ কর্মকর্তাসহ এনিয়ে কেরানীগঞ্জে ১২৫ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে।