
করোনার হটস্পট কেরানীগঞ্জে করোনা ভাইরাসে প্রতিদিনই নতুন করে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে।এর ধারাবাহিকতায় ১৮ই জুলাই শনিবার থেকে আজ ২০শে জুলাই সোমবার পর্যন্ত গত ৪৮ ঘন্টায় নতুন করে কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ জন । এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৮জনে। আক্রান্তদের মধ্যে, দুইজন নারী এবং বাকিরা সবাই পুরুষ। একজনের মৃত্যু সহ মোট মৃত্যু বরণ করেছেন ২৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে উপজেলা কৃষি অফিসার, তার বয়স ৩৩ বছর ও দক্ষিন কেরানীগঞ্জ থানার একজন পুলিশ সদস্য তার বয়স ৩২ বছর। শুভাঢ্যা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৩৩ ও একজন নারী তার বয়স ৩৫ বছর।
জিঞ্জিরা ইউনিয়নে চার জন পুরুষ তাদের বয়স যথাক্রমে ৩৫,৪২,৪৬ ও ৬২ বছর।
আগানগর ইউনিয়নের বাসিন্দা একজন নারী চিকিৎসক তার বয়স ৪০ বছর ও একজন কিশোর তার বয়স ১৭ এবং একজন পুরুষ তার বয়স ৪৮ বছর।
কালিন্দী ইউনিয়নে একজন পুরুষ মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। এছাড়া দুই জন পুরুষ আক্রান্ত তাদের একজনের বয়স ৫২ ও অপর জনের ৫৬ বছর।
কলাতিয়া ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৬০ বছর।শাক্তা ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৭০ বছর ও তারা নগর ইউনিয়নে একজন পুরুষ তার বয়স ৪৬ বছর।
উল্লেখ্য গত ৫ই এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এরপর ১০০ অতিক্রম করে গত ২৮ এপ্রিল। ৩ মে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ হয় এবং ২ জুন এ সংখ্যা ৫০০ ছাড়ায়, ১২ জুন তা ৬০০, ১৪ই জুন তা ৭০০ ও আজ ১৯শে জুন তা ৮০০ ঘর,২৬শেজুন তা ৯০০শর ঘর, ৩০শে জুন ১০০০, ৪ঠা জুলাই ১১০০, ১১জুলাই ১২০০শ এবং আজ ১৭ই জুলাই তা ১৩০০শর ঘর অতিক্রম করেছে ।এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২৭ জন ও এ পর্যন্ত মোট পরিক্ষা হয়েছে ৪৫০০ জনের কাছাকাছি।
প্রতিবেদক : টিটু আহম্মেদ (স্টাফরিপোর্টার)