কেরানীগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২ জন

কেরানীগঞ্জে  পিস্তল, গুলি ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব-১০ এর একটি দল। রবিববার রাতে র‌্যাব-১০ এর ধলপুর (যাত্রাবাড়ী) ক্যাম্পের অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত দুইজন হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ সুজন (৩৪) ও মনুরবাগ গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আলম (৩৫)।

গতকাল সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঢাকার কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ এলাকায় অভিযান চালিয়ে  আলম ও সুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১০২টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরো জানায় আটককৃত দুইজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত ঢাকার কেরাণীগঞ্জ ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

এই দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)