‘কেরানীগঞ্জে অবৈধ নুর হোসেন ঘাট ফের চালু’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

বিগত ১৫ জুন ২০২০ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় ৫ নং পৃষ্ঠায় ‘কেরানীগঞ্জে অবৈধ নুর হোসেন ঘাট ফের চালু’ শীর্ষক এক সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে স্থানীয় ব্যবসায়ী হাজী শাহ আলম, পিয়ার মোহাম্মদ, আল-আমিন, অন্তরসহ নাম উল্লেখ করে আরো ১০-১২ জন ব্যবসায়ী সরকারী আদেশ অমান্য করে ঘাটটি আবার চালু করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

উক্ত স্থানীয় ব্যবসায়ীদের নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মূলত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য ও একটি কুচক্রী মহলের স্বার্থ রক্ষা করতে গিয়েই এসব প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যবসায়ীদের জড়িয়ে সাংবাদিককে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রকৃতপক্ষে এ ধরণের ব্যবসার সাথে উল্লেখিত ব্যবসায়ীগণ সম্পৃক্ত নহে। বিআইডাব্লিউটিএ-এর উচ্ছেদ অভিযান পরিচালনার অনেক আগেই হাজী শাহ আলম, পিয়ার মোহাম্মদ, আল-আমিন, অন্তর তাহাদের ব্যবসা গুটাইয়া নিয়া চুক্তি মোতাবেক আলহাজ সিরাজুল ইসলাম ডিপটি গং (যাহাদের সাথে চুক্তি হয়েছিল) এর কাছে জামানতের টাকা ফেরৎ চাইয়া না পাইলে বিগত ২০/১০/২০১৯ ইং তারিখে ব্যবসায়ী পিয়ার মোহাম্মদ, আল-আমিন, অন্তর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

মূলত নুর হোসেন ঘাট সংশ্লিষ্ট কোন ধরণের ব্যবসার সঙ্গে উপরোক্ত ব্যবসায়ীগণ জড়িত নহে। তাই তাদের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও তাদের বহু দিনের অর্জিত ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা মাত্র।