
রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে কলাপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে আগুনের সূ্ত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কিভাবে আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।