
বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই দেশে টেস্ট কিট উৎপাদনের ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের জন্য মাত্র ২০০ টাকায় এ কিট দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য ঝক্কি-ঝামেলা শেষে অবশেষে কিট উৎপাদনে সক্ষম হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে উৎপাদিত কিট যাচাই করতে করোনা আক্রান্ত রোগীর নমুনা দরকার। যা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চেয়েও পাচ্ছে না প্রতিষ্ঠানটি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এমনই অভিযোগ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টরা এ ব্যাপারে অসহযোগিতা করছে বলে অভিযোগ তার।
আজ মঙ্গলবার একটি গণমাধ্যমকে প্রবীণ এ চিকিৎসক বলেন, তাদের প্রতিনিধি নমুনা সংগ্রহের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে বসে থাকলেও কোভিড-১৯ আক্রান্ত রোগীর নমুনা দেওয়া হচ্ছে না।
আগামী শনিবার সরকারের কাছে কিট সরবরাহ করা হবে জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, তাদের ল্যাবে কিট তৈরির কাজ এগিয়ে চলছে। কিন্তু এর কার্যকারিতা যাচাইয়ের জন্য করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা প্রয়োজন। যা চেয়েও পাওয়া যাচ্ছে না।
বিষয়টিকে দুঃখজনক অভিহিত করে তিনি বলেন, আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন, যারা বাংলাদেশ সফল হোক সেটা চান না। কারণ এই কিট উৎপাদন করা গেলে অল্প মূল্য এবং স্বল্প সময়ের মধ্যে রোগী টেস্ট করা যাবে। এতে বাংলাদেশ উপকৃত হবে। কিন্তু সেটা মনে হয়, অনেকে চাচ্ছেন না।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি আরো বলেন, অনেক দেশ থেকেই কিটের অগ্রগতি জানতে ফোন দেওয়া হচ্ছে। তারা গণস্বাস্থ্য কেন্দ্রের কিট চায়। অথচ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা খবরই রাখেন না। এমনকি দরকারি সহযোগিতাটুকুও করা হচ্ছে না।