করোনায় আক্রান্ত কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক

এবার প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালের একজন চিকিৎসক। বিশেষায়িত হাসাপাতালটি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে।

বু্ধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, সম্প্রতি ওই চিকিৎসককে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়োগ করা হয়। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করায় করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

পরে গতকাল মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট আসলে ওই চিকিৎসকের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। রাতেই সংক্রমণের কথা ওই চিকিৎসককে জানানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালে কর্মরত তার সহকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০ জন। চিকিৎসা শেষে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন।

ইতোমধ্যে দেশে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও সংক্রমিত হয়েছেন। বুধবার সকালে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন (৫০)। তিনি গত ৫ এপ্রিল কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন।