করোনার উপসর্গ নিয়ে ডাইং কারখানা মালিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনার উপসর্গ নিয়ে এক ডাইং ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মৃত ব্যবসায়ী পশ্চিম সস্তাপুর এলাকার বাসিন্দা। তিনি ফতুল্লার ইদ্রাকপুর এলাকার একটি ডাইং অ্যান্ড প্রসেসিং কারখানা ও একটি ইটভাটার মালিক ছিলেন।
এদিকে এ মৃত্যুর সংবাদের পর থানা পুলিশের পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ওই ব্যবসায়ীর বাড়ি প্রশাসনের পক্ষ লকডাউন করে দেয়া হয়েছে। সেই সঙ্গে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার জন্য মাইকিং অব্যাহত রেখেছে বলেও জানান ওসি।