এক সপ্তাহের লকডাউন ‘অবৈজ্ঞানিক’

করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ১ সপ্তাহের লকডাউনকে ‘অবৈজ্ঞানিক’ আখ্যা দিয়ে অন্তত ২ সপ্তাহের জন্য এটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

তারা বলছেন, প্রাণঘাতী ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড (সংক্রমিত করার সময়) ১৪ দিন। সুতরাং লকডাউন দিতে হলে কমপক্ষে ১৪ দিনই দিতে হবে। অন্যথায় এর সুফল পাওয়া যাবে না।

প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, বৈজ্ঞানিকভাবে ২ সপ্তাহ সময়কে বলা হয় করোনার সুপ্তিকাল। অর্থাৎ, এই সময় পর্যন্ত ভাইরাসটি কারো শরীরে ঘাপটি মেরে বসে থাকতে পারে এবং রোগ তৈরি করার ক্ষেত্রে সক্ষম থাকে। সুতরাং ৭ দিনের লকডাউন স্বাস্থ্যবিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন- যেহেতু লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতি হবে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে অনেক কিছু ছাড় দিতে হবে, সেহেতু এর পূর্ণ সুফল পাওয়ার জন্য ৭ নয় ১৪ দিনের লকডাউন দিতে হবে।

দেশে চলতি মার্চ মাসের শুরু থেকেই বাড়বাড়ন্ত অবস্থা প্রাণঘাতী করোনার। গতকাল শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ২১৩।