ইসরায়েলি বাহিনীর হামলা অমানবিক -প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে এই ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। জাতীয় সংসদে আজ বুধবার শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সরকার প্রধান।

তিনি বলেন, ফিলিস্তিনি (প্যালেস্টাইন) যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই অমানবিক। ছোট্ট ছোট্ট শিশুদের কান্না, তাদের অসহায়ত্ব, মাতৃ-পিতৃহারা হয়ে তাদের ঘুরে বেড়ানো এটা সহ্য করার মতো না। এর তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এভাবে আগেও হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, যারা মানবতার এত কথা বলে, কিন্ত এই সময়ে অনেকেই চুপ থাকে। বহু আন্তর্জাতিক সংস্থা এখন আর কথা বলে না…আমার প্রশ্ন সেটাই।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিনের ভাইদের সাথে আমরা সব সময়ই আছি। অতীতে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি, (ভবিষ্যতেও) আমরা অবশ্যই করে যাব।

এর আগে আজ বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ত্রয়োদশ সংসদ অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকালে এই অধিবেশনেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন।

ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে প্রয়াত আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ঢাকা-১৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক, বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও অন্যদের কথা স্মরণ করে তাদের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।