ইমপালস হাসপাতালের ৬ জন করোনায় আক্রান্ত

রাজধানীর ইমপালস হাসপাতালের আরো চার চিকিৎসক ও দুইনজন নার্স প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সতর্কতা হিসেবে তেজগাঁওয়ে অবস্থিত বেসরকারি হাসপাতালটির সার্জারি, ওপিডি ও গাইনি বিভাগ বন্ধ রাখা হয়েছে। এর আগে গত রোববার প্রথম হাসপাতালটির এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. খাদিজা জুমা গণমাধ্যমকে বলেন, হাসপাতালের চার চিকিৎসক ও দুই নার্সের শরীরে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগেও তাদের এক চিকিৎসকের কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। তাই সতর্কতা হিসেবে সার্জারি, ওপিডি ও গাইনি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে ওই বিভাগগুলোতে কাজ করা ৪০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি অন্য কর্মীদেরও বলা হয়েছে, যদি কেউ ওই আক্রান্ত চিকিৎসক বা নার্সদের সংস্পর্শে গিয়ে থাকে তাহলে তারা যেনো সেলফ কোয়ারেন্টাইনে যায়।

বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ডা. খাদিজা জুমা।

এর আগে গত রোববার ওই হাসপাতালের এক নারী চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি ইমপালস হাসপাতালের গাইনি বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

গত ৮ এপ্রিল কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পর জ্বর ও কাশি দেখা দেয় তার। এরপর নমুনা পরীক্ষা করে তারা শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

ওই নারী চিকিৎসকের করোনা শনাক্তের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি তার স্বামীর কাছ থেকে সংক্রমিত হয়েছেন।