ইতিহাসবিধ অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকায় প্রখ্যাত ইতিহাসবিধ অধ্যাপক মুনতাসীর মামুনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মুনতাসীর মামুনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর দুই সপ্তাহ আগে তার মায়ের করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর তাকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত জানান, সপ্তাহ খানেক আগে মুনতাসীর মামুনের মায়ের করোনার টেস্ট করা পজিটিভ রেজাল্ট আসে। মায়ের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন।

তবে গত দুই-তিন থেকে বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করায় মুনতাসীর মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুনতাসীর মামুন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রাজধানী ঢাকার অতীত ইতিহাস নিয়েও গবেষণা করছেন।