
বন্ধ হচ্ছে না ত্রাণের চাল আত্মসাতের ঘটনা। এবার পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীর ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার করা হল ২২৯ বস্তা ত্রাণের চাল। বিষয়টা নিশ্চিত করেছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ সিদ্দিকী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বিষয়টা জানতে পারে। সে অনুযায়ী পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে একটি দল বাঁধেরহাটে ওই চেয়ারম্যানের গোডাউনে অভিযান চালায়। উদ্ধার করা হয় ২২৯ বস্তা চাল।
র্যাব জানায়, চালগুলো ভিজিএফ (দুস্থদের খাদ্য সহায়তা)-এর, যা স্থানীয় ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা হয়েছিল।
চাল উদ্ধারের কিছুক্ষণ পরই আটক করা হয় চেয়ারম্যান কোরবান আলীকে। বেড়া উপজেলার আমিনপুর থানার ওসি মঈনুদ্দিন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।