
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের লাগাতার উন্নয়ন সহ্য হচ্ছে না বিএনপির। তাই তারা অশান্তি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। এর মধ্যে একটি হলো আওয়ামী লীগে তাদের লোকজন ঢুকিয়ে দেয়া। তারপর ভোল পাল্টে বিএনপির ওই লোকগুলোই আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার রাজধানীর সররকারি বাসভবনে দেশের চলমান নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। সেখানে প্রসঙ্গক্রমে দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি অনুপ্রবেশকারী ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগে। এজন্য তৃণমূলকে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় আমরা সফলতা পেয়েছি। কিন্তু এতে করে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণে নেই। ভাইরাসটি এখনো সংক্রমণ ঘটিয়ে চলছে। সুতরাং মাস্ক পরিধানসহ সবগুলো স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করতে হবে। এসময় তৃণমূল নেতাকর্মীদের প্রতি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।