
ঘূর্ণিঝড় ‘আম্পান’ একটি প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধনমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেওয়া সতর্কতামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে ইতোমধ্যে ১৩ হাজার ২৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ২০ লাখ মানুষকে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। চাইলেও এই দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে মানুষের জানমালের যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্যোগ মোকাবেলায় গৃহীত ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় যেটুকু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ। অনেকটাই ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। বাকিটা মহান আল্লাহ তায়ালার হাতে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যাতে ঘূর্ণিঝড়টির শক্তি কমে যায়, দেশের জনগণের জানমালের ক্ষতি না হয়।