আবদুল্লাহপুরে বেকারিতে আগুন

দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রোডের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আঃ রহিম শপিং কমপ্লেক্সে অবস্থিত বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বিকাল সাড়ে তিনটায় দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হতে পারে।বেকারিটি আবুল কাশেমের মালিকানাধীন খাদেম বেকারি । এটা উপজেলার নামিদামি বেকারি ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর  মধ্যে অন্যতম।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ফারুক অগ্নিকান্ডে বেকারি পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,  বিকাল ৩:৪৫ মিনিটে আগুন লাগার করব পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।দুটি ইউনিটের প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. আবুল কাসেম বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে যাই। কিভাবে যে এই ঘটনা ঘটেছে তা বুঝে আসছে না।এতে আমার প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বলে ক্ষতির পরিমাণ কমানো গেছে।

প্রতিবেদক : টিটু আহম্মেদ  (স্টাফরিপোর্টার)