
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ভ্যাকসিন আনতে পারবেন বলে আশা করছেন। তবে কোনো কারণে যদি দেরি হয়ও, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে পারব। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তৎপরতা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও আমাদের জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। অথচ অনেক বড় বড় দেশে এই করোনার কারণে স্থবিরতা দেখা দিয়েছে। যেখানে আমেরিকার ১৫ ভাগ এবং ভারতের অর্থনীতি ৭ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশে সব কিছু ঠিকমতো চলছে। উন্নয়নের চাকা ঘুরছে বলেই ৫ ভাগ এগিয়েছে বাংলাদেশ।
জাহিদ মালেক আরো বলেন, দেশের সব জেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশে ৩৮টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।