
দেশব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হলো। আজ রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়, চলমান সংকটময় পরিস্থিতিতে ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কবে নাগাদ পরীক্ষা শুরু হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এর আগে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে এখনো মৌখিক পরীক্ষা হয়নি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এনটিআরসিএর সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়ায় তা শুরু করা সম্ভব হয়নি। কবে নাগাদ হবে সেটারও নিশ্চয়তা নেই।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৫ জন। এ ছাড়া একই সময়ে দেশে আরো ৪১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ফলে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৪১৬ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১২২ জন সুস্থ হয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মাচ।