মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দিয়েগো ম্যারাডোনা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছয় মাস হতে চললো। এরপরও কিংবদন্তি ফুটবলারের মৃত্যু নিয়ে আলোচনা-সমালোচনা থেমে নেই। এ নিয়ে প্রায়ই বিভিন্ন কথা শোনা যায়।

এবার ম্যারাডোনার মৃত্যু নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলো। মৃত্যুর কারণ তদন্ত করছে যে মেডিকেল টিম, তাদের দাবি সঠিক চিকিৎসার অভাবে মারা গেছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী নায়ক।

মৃত্যুর কারণ তদন্তকারী মেডিকেল টিমের ২০টিরও বেশি চিকিৎসকের বলছেন, সঠিক হাসপাতালে ভর্তি করা হয়নি ম্যারাডোনাকে। এছাড়াও পাননি সঠিক চিকিৎসা। তাহলে হয়তো বেঁচে থাকতে পারতেন সাবেক আলবিসেলেস্তে অধিনায়ক।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বছরের ২৫ নভেম্বর বুয়েন্স আয়ারসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। তার আগে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি  ছিলেন এই ফুটবল জাদুকর।