
কভিড-১৯ মোকাবেলায় আবারো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব ওয়াটফোর্ড। এবার নিজেদের স্টেডিয়াম ছেড়ে দিয়েছে ক্লাবটি। ভিকারেজ রোড স্টেডিয়াম নামের এই স্টেডিয়ামে ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মীদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে ক্লাবটির পক্ষ থেকে।
এদিকে, করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া প্রতিষ্ঠানের কর্মীদের সাহায্যে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল দল ও ১৬ বারের এনবিএ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস লেকার্স।
করোনা মোকাবেলায় কম বেশি এগিয়ে আসছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। টটেনহ্যাম হটস্পার থেকে শুরু করে বেশ কিছু ক্লাব আক্রান্তদের সেবায় ছেড়ে দিয়েছে তাদের স্টেডিয়াম। অনেক ক্লাবের ফুটবলাররা বেতন ভাতা কম নিচ্ছেন শুধুমাত্র ক্লাবকে আর্থিকভাবে সচ্ছল রাখতে এবং করোনায় দুস্থ পরিবারের সহায়তায়। ইংলিশ ফুটবল ক্লাব ওয়াটফোর্ডও ফুটবলারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্থগিত করেছে বেতন ভাতা। এবার নিজেদের ভিকারেজ রোড স্টেডিয়ামও ছেড়ে দিয়েছে ক্লাবটি।
মূলত ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মীদের সহায়তায় এই স্টেডিয়াম ব্যবহার করা হবে। স্বাস্থকর্মীদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের পরিবার ও সন্তানদের জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে এই স্টেডিয়ামে। ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মী ছাড়াও ওয়াটফোর্ড জেনারেল হাসপাতালের চিকিৎসকদের জন্যও এসব সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে।
এদিকে, করোনার ক্ষতিকর প্রভাব পড়েছে প্রতিটি দেশের অর্থনীতিতেও। উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকা ও ইতালিতে। এরই মধ্যে ছোট বড় কোম্পানিগুলো অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। চাকরি হারিয়েছেন অনেকে। এ অবস্থায় আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাহায্যে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস লেকার্স। লকডাউন থাকাকালে ৫০০ কর্মীর নিচে থাকা প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সহায়তা করবে ১৬ বারের এনবিএ চ্যাম্পিয়নরা। নিশ্চিত করা হবে এসব প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ভাতা ও বাড়ি ভাড়া।