
কোপা দেল রের ফাইনালে গতকাল সেভিয়ার মাঠ লা কার্তুজায় অ্যাটলেটিকো বিলবাওকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এছাড়া একবার করে জালের দেখা পান আতোয়ার গ্রিজম্যান এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং।
২০১৮ সালে বার্সার দায়িত্ব পান মেসি। এরপর এবারই প্রথম কোপা দেল রের শিরোপা জিতলেন। তাই এই শিরোপাকে ‘বিশেষ’ বলে আখ্যা দিলেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী।
ফাইনালে বিলবাওকে হারানোর পর বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সার অধিনায়ক হওয়াটা দারুণ কিছু। আর অধিনায়ক হিসেবে কোপা দেল রের শিরোপা জেতা আমার জন্য বিশেষ একটা ব্যাপার। কারণ এটা আমি নিজে উঁচু করে ধরতে পেরেছি।’
লা লিগায় চলতি মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি বার্সার। তবে সময়ের ব্যবধানে নিজেদের মেলে ধরেছে কাতালানরা।
মেসি বলছেন, এখনও শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনা আছে তাদের, ‘আমাদের মৌসুমের শুরুটা হয়েছিল বাজেভাবে। অনেক পয়েন্ট হারিয়েছি। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছি। এখন শিরোপা দৌড়ে আছি বেশ ভালোভাবেই। এল ক্লাসিকো ভালো যায়নি। দুই ম্যাচের একটিতেও আশানুরূপ ফল পাইনি। তবে শিরোপা দৌড়ে এখনও টিকে আছি আমরা।’
বিশ্বজুড়ে চলছে মহামারি করোনার প্রকোপ। এজন্য সবকিছুর মতো ক্রীড়াঙ্গনেও এসেছে স্থবিরতা। দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারছে না। এমনকি দীর্ঘদিন পর বার্সার শিরোপা জয়ে সমর্থকরা উল্লাসও করতে পারেনি। তাই কিছুটা আক্ষেপ শোনা গেলো মেসির কণ্ঠে।
বার্সা অধিনায়ক বলেন, ‘এটা অনেক আক্ষেপের যে এই শিরোপা আমরা সমর্থকদের সঙ্গে উদযাপন করতে পারছি না। আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে সেখানে এটা সম্ভবও নয়। এটা খুবই হতাশার। আমাদের এবং সমর্থকদের জন্য কোপা সবসময় বিশেষ আনন্দ এনে দেয়।’