
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করতে ইচ্ছুক লঙ্কান ক্রিকেট বোর্ড। খবরটি নিশ্চিত করেছেন বোর্ডের সম্পাদক মোহন ডি’সিলভা।
করোনার প্রভাব থেকে অনেকটাই মুক্ত শ্রীলঙ্কা। তাই তো, কিছুদিন আগেই আইসিসির নিয়ম মেনে অনুশীলনে নেমে পড়েছে তাদের ক্রিকেট দল। মাঠে ক্রিকেট ফেরাতে, পরিকল্পনাটা বেশ পরিষ্কার তাদের। জুন-জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে দ্বীপ রাষ্ট্রটিতে আসার কথা রয়েছে ভারতের। আর এরপরেই, টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশের। তবে করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয় এ দুদেশেই।
তাই তো এবার বিকল্প পথও ভেবে রাখলো লঙ্কানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোন আন্তর্জাতিক সিরিজ না হলে, ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে চায় তারা। অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্যই মূলত এ আয়োজন। এর আগে, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষের সিরিজগুলোও স্থগিত করেছিলো শ্রীলঙ্কা।