
শুধু পাকিস্তান নয়, ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম একজন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। ক্রিকেট ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই হার্ডহিটার ব্যাটসম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। আজ শনিবার দুপুরে এক টুইটের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য জানান।
টুইটারে শহীদ আফ্রিদি লিখেছেন, গত বৃহস্পতিবার থেকেই আমি খারাপ অনুভব করতে থাকি। শরীর খুব ব্যথা করছিল এবং তা ধীরে ধীরে বাড়ছিল। তারপর এক সময় নমুনা পরীক্ষা করতে দিই। অনাকাঙ্ক্ষিতভাবে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাই।
পাকিস্তানে বাড়তে থাকা করোনার সংক্রমণ ঠেকাতে যারা সামনের সারিতে থেকে লড়াই করেছেন তাদের শহীদ আফ্রিদি তাদের একজন। সরকারের তহবিলে অর্থ সহায়তা করেই ঘরে বসে থাকেননি। মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ নিয়ে গিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন সাবেক এই অলরাউন্ডার।