
করোনা মহামারির মধ্যে সুখবর, কোমা থেকে জেগে উঠেছেন মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হওয়া আয়াক্স তারকা আবদেল হক নৌরি। প্রায় ৩ বছর আগে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন এ ফুটবলার।
মস্তিষ্কের এ রোগ ধরা পড়ার পর ধীরে ধীরে কোমায় চলে যান নৌরি। তারপর থেকে নিজেরে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এ তারকা ফুটবলার। এরমধ্যেই তার স্বজনরা দেখলেন, বিশাল উন্নতি। কোমা থেকে সাড়া দিচ্ছেন আবদেলহক। এমনকি টিভিতে খেলাও উপভোগ করছেন। তবে নড়াচড়া বা কথা বলতে পারছেন না তিনি।
২০১৫ সালে যুব দলের হয়ে তার অভিষেক হয়। নির্মমভাবে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত আয়াক্সের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে আবদেলহক নৌরি ৯টা ম্যাচ খেলেছেন।