আইপিএল স্থগিত

অলিম্পিক থেকে উইম্বলডন, ক্রিকেট কিংবা ফুটবল- পৃথিবীর প্রায় সব ক্রীড়া ইভেন্ট বাতিল নয়তো স্থগিত করা হয়েছে নভেল করোনাভাইরাসের জন্য। কিন্তু আইপিএল বাতিলের ঘোষণা আসছিল না। ক্রিকেটে পৃথিবীর সর্বোচ্চ প্রতিযোগিতাপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একবার পিছিয়েও দেওয়া হয়েছিল। তাতে অবশ্য কোনো লাভ হয়নি, এবার তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল এবারের আসর।

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন আজ বুধবার এই ঘোষণা দেন।

আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তারিখ পিছিয়ে ১৫ এপ্রিলে খেলা শুরুর কথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এর মধ্যেই ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয় ভারতে। তাছাড়া দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সবকিছু বিবেচনায় টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বোর্ড।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বোর্ডের শীর্ষ কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন। সেখান থেকে স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ঘোষণায় কিছুটা আশাবাদের সুরে এও জানানো হয়, দুই-তিন মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বোর্ড ফের এই টুর্নামেন্ট নিয়ে ভাবতে পারে।

কে না বুঝে, আশাবাদের এই কথার মধ্যেই লুকিয়ে আছে আইপিএলের এবারের আসর বাতিলের সিদ্ধান্ত …