
করোনাভাইরাস মহামারিতে এক প্রকার অচল হয়ে গেছে গোটা বিশ্ব। স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গেছে বিশ্বের প্রায়সব দেশের খেলাধুলা। আশঙ্কা হওয়াটাই তাই স্বাভাবিক। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। আজ সেটাও হলো। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।
আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সফরে টাইগারদের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলার কথা ছিল অজিদের। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অস্ট্রেলিয়ার সফর স্থগিতের কথা।
পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিরিজের নতুন সূচি জানিয়ে দেওয়ার কথা জানায় বিসিবি। সিরিজের ম্যাচ দুটি চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হওয়ার রয়েছে। তার আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার। বিসিবি একাদশের সঙ্গে গা গরমের ম্যাচটি পরবর্তীতে আর হবে কিনা সেটাও অনিশ্চয়তার মুখে পড়ল।
১১-১৫ জুন চট্টগ্রাম টেস্ট এবং ১৯-২৩ জুন ঢাকা টেস্টের সূচি ছিল। যদিও অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবার আরো সংশয় দেখা দিল সূচি নিয়ে। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসেছিল অজিরা। দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত থেকে গেছে।
করোনাভাইরাস মহামারি ঠেকাতে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। এ সময়ে অস্ট্রেলিয়ায় বিদেশিদের কেউ আসতে পারবে না এবং স্থানীয় কেউ বেরও হতে পারবে না। পরিস্থিতি বুঝে নিষেধাজ্ঞা কমানো বা বাড়ানোর কথা রয়েছে।