
চলতি মাসের শেষ কিংবা মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। তবে কত গতিতে, কোন অঞ্চলের ওপর দিয়ে যাবে, তা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। এদিকে দেশে গত দু’তিন দিনের ধারাবাহিকতায় আজও ঝড়-বৃষ্টি হতে পারে। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়োহাওয়া।
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের মধ্যেই মৌসুমের প্রথম ঘুর্ণিঝড়টি তৈরি হতে যাচ্ছে বঙ্গপোসাগরে। ২৭ এপ্রিল আন্দামান সাগরের ওপর তৈরি হবে ঘূর্ণাবর্ত। পরদিন ২৮ এপ্রিল তার শক্তি সঞ্চয় করবে, ২৯ এপ্রিল পরিণত হবে নিম্নচাপে। ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে বয়ে যাবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে।