
মরণাঘাতী করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত। তখনও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। শনিবার দিবাগত রাতে ১১টা ২৩ মিনিটে রিয়াদ ও জাজান শহর লক্ষ্য করে দুটি মিসাইল নিক্ষেপ করা হয়।
তবে সৌদি আরবের রাজকীয় প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ওই হামলা চালায় বলে সৌদি নেতৃত্বাধীন আরব কোয়ালিশন ফোর্স এক বিবৃতিতে দাবি করেছে।
জোটের মুখপাত্র আল-মালিকি বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে সৌদি আরবের সিভিল ডিফেন্সের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির মালিকানাধীন আল-আরাবিয়া টিভির অনলাইনে সংস্করণে বলা হয়েছে, মিসাইল দুটি যখন মধ্যাকাশে ধ্বংস হয় তখন রিয়াদের আবাসিক এলাকায় তার ধ্বংসাবশেষ পড়ে দুই জন সামান্য হন।
তবে এ ব্যাপারে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ইয়েমেন যুদ্ধ শুরুর থেকে তারাই সৌদি আরবে এ ধরনের হামলা চালিয়ে আসছে।
সর্বশেষ খবর অনুযায়ী, সৌদি আরবে করোনাভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১২৯৯ জন।