
মরণঘাতী করোনাভাইরাসের উদ্ভব হয়েছিল চীনের উহান শহরে। সেখান থেকেই পরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এর সংক্রমণ। এর জন্য চীন থেকে ক্ষতিপূরণ দাবি করবেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, আমরা চীনের ওপর অসন্তুষ্ট। কারণ আমাদের বিশ্বাস, ভাইরাসটির প্রাদুর্ভাব উৎসেই থামানো যেত। সেরকম কিছু করা হলে এটি সারাবিশ্বে ছড়াতো না। কিন্তু চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি।
তিনি বলেন, চীনকে এর জন্য জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে অনেক উপায় আছে, যেকোনো একটি অবলম্বন করে তারা বিশ্ববাসীর কাছে জবাব দিতে পারে। তবে জবাব তাদেরকে দিতে হবেই।
হোয়াইট হাউসে সোমবারের এই সংবাদ সম্মেলনে চীন থেকে জার্মানির ১৬৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের আহ্বানের বিষয়টিও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র সেরকম কোনো পদক্ষেপ নেবে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এর থেকেও সহজ পদক্ষেপ নিবো। জার্মানি যা বলছে আমরা তার থেকেও অনেক বেশি পরিমাণ অর্থের কথা বলছি। এখনও এ বিষয়ে কোনোকিছু চূড়ান্ত হয়নি।
তিনি আরো বলেন, এই ভাইরাস পুরো বিশ্বেরই ক্ষতি করেছে। তাই সবার উচিৎ চীন থেকে ক্ষতিপূরণ দাবি করা।
বিশ্বব্যাপী প্রাণঘাতী এই ভাইরাসে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন মানুষ। মৃত্যু হয়েছে দুই লাখ ১১ হাজার ৭৬৯ জনের। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নয় লাখ ২৪ হাজার ৭২৬ জন।