লকডাউন শিথিলের পথে ট্রাম্প

করোনাকাণ্ডে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত-মৃত্যুসহ সব দিক দিয়ে তারা ছাড়িয়ে গেছে বিশ্বের সব দেশকে। এরই মধ্যে দেশটির অর্থনীতির গতিকে সচল রাখতে কিছু রাজ্যে লকডাউন শিথিল করতে চলেছেন ট্রাম্প সরকার।

পর্যায়ক্রমে লকডাউন শিথিলের গাইডলাইন তৈরি করা হয়েছে। এ জন্য অস্থায়ী তারিখও ঠিক করা হয়েছে। লকডাউন শিথিলের ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ১৫৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭৩৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৫১০ জন।

হোয়াইট হাউসে প্রতিদিনের করোনাভাইরাস ব্রিফিংয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট মি. ট্রাম্প বলেন যে, আমেরিকায় ব্যবসা বাণিজ্য খুলে দিয়ে অর্থনীতিকে আবার সচল করার পরিকল্পনা চূড়ান্ত করছে তার প্রশাসন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যবসা বাণিজ্য প্রধানত বন্ধ করে দেয়া হয়েছিল।

ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছেন বিধিনিষেধ শিথিল করার সম্ভাব্য তারিখ আগামী ১ মে।