
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবেলায় দেশজুড়ে জারি করা লকডাউন পরিস্থিতি অমান্যকারীকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ নির্দেশ দেন। সূত্রঃ খবর আল-জাজিরা
জনগণকে সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট দুতার্তে বলেন, একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা। ভাইরাসের বিস্তার প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশ মানতে হবে।
তিনি আরো বলেন, এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তাই তাদের সঙ্গে যেনো কেউ কোনো ধরনের ঝামেলা না করে। এই মুহূর্তে এটি ভয়ংকর অপরাধ।
এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গুলি করে হত্যা করার জন্য পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দেন দুতার্তে।
করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় গত দুই সপ্তাহ আগে দেশজুড়ে এক মাসের জন্য লকডাউন জারি করে ফিলিপাইন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামোনো হয় সেনাবাহিনী। লকডাউনের দুই সপ্তাহ যেতে না যেতেই খাদ্য সংকটে পড়ে দেশটির নিম্নবিত্ত মানুষ।
এমন পরিস্থিতিতে গত বুধবার রাজধানী ম্যানিলার একটি উপশহরে বস্তির বাসিন্দারা খাদ্য ও ত্রাণ বিতরণ নিয়ে দেশটির সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে। পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভও করেন তারা। পরে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে শুরু হয় বিশৃঙ্খলা। ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই দেশবাসীকে সতর্ক করে দিয়ে এমন বক্তব্য দেন দুতার্তে।
ফিলিপাইনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৫১ জন। জরুরি সুরক্ষা সামগ্রীর অভাবে মারা গেছেন ১০ জন চিকিৎসকও।