যুক্তরাষ্ট্রে অনলাইনে তারাবি নামাজ অনুষ্ঠিত

মরণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা এই করোনাভাইরাসের মধ্যেই আগামীকাল শুক্রবার সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রও।

জানা গেছে, এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে (২৩ এপ্রিল) দেশটিতে প্রথম দিনের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মসজিদে ২৩ এপ্রিল তারাবির নামাজ হওয়ার কথা ছিল। তবে এদিন কাউকে মসজিদে জামাতে নামাজ পড়তে আমন্ত্রণ জানানো হয়নি।

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, করোনা পরিস্থিতির কারণে দেশটির নিউইয়র্কের সব মসজিদ বন্ধ রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশই এই নিউইয়র্কের।

তবে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার মুসল্লিদের কথা বিবেচনা করে ফেসবুক লাইভে তারাবি, জুমা ও ঈদুল ফিতরের জামাতের ব্যবস্থা করছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে মোহাম্মদী সেন্টার থেকে ইমাম কাজী কাইয়্যুমের ফেসবুক আইডিতে যুক্ত হয়ে ঘর থেকেই এই নামাজে অংশ নেওয়া যাচ্ছে।

এ ছাড়া একইভাবে প্রতি শুক্রবার নিউইয়র্ক সময় বেলা ২টায় ফেসবুক লাইভে জুমার নামাজের জামাতেও মুসল্লিরা অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ৮ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে প্রায় ৪৮ হাজার। এ ছাড়া আরোগ্য লাভ করেছে ৮৪ হাজারের বেশি।