মাফ চাওয়ার ঐতিহাসিক সুযোগ হারিয়েছে যুক্তরাষ্ট -হাসান রুহানি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ থাবায় যখন জর্জরিত সব দেশ ও অঞ্চল, তখনও মার্কিনিরা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মাফ চাওয়ার ঐতিহাসিক সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এ কথা বলেন তিনি। সূত্রঃ নিউজ, আল-আরাবিয়া

রুহানি বলেন, ইরানে করোনাভাইরাসের কারণে অনেক মানুষ মারা গেছেন। আক্রান্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে অনেক ধকল পোহাতে হয়েছে। কিন্তু তার নিষেধাজ্ঞা ইরানে করোনা মোকাবেলায় সামান্য ব্যাঘাতও সৃষ্টি করতে পারেনি।

তিনি আরো বলেন, এটা দুঃখজনক যে, মার্কিনিরা বৈশ্বিক পরিস্থিতি দেখেও তাদের ভুল ধরতে পারলো না এবং আমাদের কাছে সে জন্য ক্ষমা চাইলো না। তাদের কাছে ক্ষমা চাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ ছিল কিন্তু তা কাজে লাগায়নি। আমাদের ওপর তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রত্যাহার করার সুযোগও তারা হেলায় নষ্ট করলো।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মাদ জাভেদ জারিফ ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, আমাদের সঙ্গে যুদ্ধ না করে আপনি বরং করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করুন।

তিনি আরো বলেন, বিশ্ব দরবারে মার্কিনিদের মোড়লীপনা শেষ হয়ে গেছে। তাই আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবো, তারা যেন যুক্তরাষ্ট্রের সব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা করে।