
করোনাভাইরাস নিয়ে আরো আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সহসাই এর ছোবল থেকে বিশ্ব মুক্তি পাচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি। বরং কোভিড-১৯ থেকে মুক্তি পেতে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।
ভয়ংকর এই ভাইরাসটি যেখানে বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে তার মধ্যেই এই সতর্ক বার্তা দেওয়া হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাটার পক্ষ থেকে।
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গতকাল বুধবার সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিসিস বলেন, ‘ভুল করবেন না, কোভিড-১৯ মোকাবেলায় আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাস বিশ্বে তার অস্তিত্ব আরো দীর্ঘ সময় বজায় রাখবে।’
তিনি বলেন, অনেক দেশই কোভিড-১৯ মহামারির প্রাথমিক স্তরে রয়েছে। তাছাড়া যেসব দেশ আগেই মহামারিতে পড়েছে এবং এখন অনেকটা সংক্রমণ কমে এসেছে বলে মনে হচ্ছে, সেসব দেশে পুনরায় এর উত্থান ঘটতে পারে।
জেনেভা থেকে সংবাদ সম্মেলনে টেডরস আরো বলেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইউরোপে ভাইরাসটির সংক্রমণের ভীতিকর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। যদিও সংখ্যায় কম। সুতরাং বোঝাই যাচ্ছে, দ্রুত শেষ হচ্ছে না এই সংকট।
গত বছরের শেষ দিকে চীনের উহানে শনাক্ত হওয়া ভাইরাস এ পর্যন্ত দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সেইসঙ্গে আক্রান্ত হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।
কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মানবসভ্যতাকে বাঁচাতে দেশে দেশে চলছে কারফিউ, লকডাউন ও অন্যান্য বিধি-নিষেধ। উৎপাদন বন্ধ, ঘুরছে না গাড়ির চাকা। ফলে লাখ লাখ লোক বেকার হয়েছে ও হচ্ছে। বিশ্বে আরেকটি মহামন্দার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সতর্কবার্তা গোটা দুনিয়ার জন্য এক অশনি সংকেত বলে মনে করা হচ্ছে।