বিশ্বে ১৫ দিনে প্রাণহানি ১ লাখ

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ১৫ দিনেই প্রাণহানি হয়েছে ১ লাখ মানুষের! এ সময় গড়ে প্রতিদিন মারা গেছেন ৬ হাজার ৬৬৬ জন।

ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মৃতের সংখ্যা ছিল ৩০৪ জন। মার্চের ১ তারিখে সেই সংখ্যা ৩ হাজার ৫০ জন। অর্থাৎ ওই ৩০ দিনে আক্রান্ত হয়েছেন মাত্র ২ হাজার ৭৪৬ জন! এপ্রিলের ১ তারিখে সেই সংখ্যা উঠে আসল ৪৮ হাজার ৪৯০ জনে। এই মুহূর্তে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৩০০ জন।

প্রথম ৫০ হাজার মানুষের মৃত্যু হতে সময় লেগেছিল ৮২ দিন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরপরের ৫০ হাজার মানুষ মারা যায় মাত্র ৮ দিনে। ৯০ দিনে এক লাখ পূর্ণ করার পর বাকি এক লাখ পূর্ণ করতে সময় লাগল মাত্র ১৫ দিন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬৯ জন, আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭২২ জন। এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৭ এপ্রিলে , ৮ হাজার ৩৪১ জন। সর্বোচ্চ আক্রান্ত ২৪ এপ্রিলে ১ লাখ ৫ হাজার ৮২৫ জন।