প্রেসিডেন্ট বদলের অন্তর্বর্তীকালীন রীতি ভাঙলেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির রায় কার্যকরে তাড়া দিচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইতোমধ্যে তাদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড গতকাল বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ব্র্যান্ডন বার্নার্ড নামে ওই ব্যক্তিকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যিনি ক্ষমা প্রার্থনার আবেদন করলেও তা নাকচ করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

এর মধ্য দিয়ে ১৩০ বছর ধরে চলা মার্কিন প্রেসিডেন্ট বদলের অন্তর্বর্তীকালীন রীতি ভাঙলেন ট্রাম্প। কেননা, এই সময়ে এতদিন কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

১৯৯৯ সালে কিশোর থাকাকালে এক দম্পতিকে হত্যার দায়ে ৪০ বছর বয়সে এসে বার্নার্ডকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি ছিলেন দেশটির ৭০ বছরের ইতিহাসে এমন দণ্ড পাওয়া সর্বকনিষ্ঠ অপরাধী। ওই হত্যার জন্য ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন বার্নার্ড।

বলা হচ্ছে, শুধু বার্নার্ড নয়, আরো ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরে তাড়া দেয়া হচ্ছে। আগামী ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার আগেই তাদের রায় কার্যকর করতে চাইছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের আদেশে গত জুলাই থেকে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ চারটি বাস্তবায়ন হলে তার আমলে ১৩টি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যা গত ১০০ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের আমলে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড গড়বে।