পশ্চিমঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের সংক্রমণ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন দেশে ছড়ানোর পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ।

স্থানীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ৩৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া রাজ্যটিতে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন বলছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় গোষ্ঠী (কমিউনিটি) সংক্রমণ রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই একদিনে লক্ষাধিক মানুষকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

সোমবার পর্যন্ত রাজ্যটিতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল ৪৭ হাজার ৯১ জনকে। আর মঙ্গলবার বিকেলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৮২ জনে। অর্থাৎ একদিনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯১ জনকে।

মার্কিন গণনকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গোটা ভারতে এ পর্যন্ত ১ হাজার ৫৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪৫ জন। এ ছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১৪৮ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৮ লাখ ৬০ হাজার। এর মধ্যে মারা গেছে ৪২ হাজারের বেশি। এ ছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ৭৮ হাজারের বেশি।