কোটিতে পৌঁছাতে পারে আফ্রিকার করোনা সংক্রমণ -বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা করছে, আফ্রিকা মহাদেশে মরণঘাতী করনাভাইরাসের সংক্রমণ কোটিতে পৌঁছাবে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এই সংক্রমণ হবে বলে মনে করছে সংস্থাটি।

ডব্লিউএইচও’র আফ্রিকা অঞ্চলের ইমার্জেন্সি অপারেশন্স’র প্রধান মাইকেল ইয়াও বলেন, আক্রান্তের হার দেখে আমরা আন্দাজ করছি, আফ্রিকায় অনেক মানুষের সংক্রমণ হবে। তবে দৈনন্দিন জীবনে অভ্যাস বদল করে এই সংখ্যা কমিয়ে আনা সম্ভব। কারণ এর আগেও আমরা আশঙ্কা করেছিলাম, ইবোলার কারণে মহাদেশটিতে অনেক মানুষ সংক্রমিত হবে এবং প্রাণ হারাবে। কিন্তু সময় মতো মানুষের অভ্যাস বদলে সেই আশঙ্কা এড়ানো গেছে।

আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব পৃথিবীর অন্যান্য মহাদেশ থেকে কম। এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। মারা গেছে ৯০০ জনের মতো।

মহাদেশটিতে ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে দেশগুলোর ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থা চাপ সামলাতে পারবে না বলে মনে করে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র আফ্রিকা অঞ্চলের প্রধান মাতশিদিসো মোয়েতি বলেন, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে তা সত্যি আশঙ্কাজনক। ভাইরাসটি যেভাবে ভৌগলিক দিক পরিবর্তন করছে তাতে এই অঞ্চলটি খুব আতঙ্কে আছে।

তিনি আরো বলেন, যেসব দেশে আক্রান্ত রোগী পাওয়া গেছে সেসব দেশে রোগীর সেবা বাড়ানোর মাধ্যমে হতাহতের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। সেইসঙ্গে আমাদের সংস্থা থেকেও বিভিন্ন সহায়তা করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের অর্থায়ন বন্ধ করে দেয়ায় এই অঞ্চলের মানুষ সবচেয়ে বিপদে পতিত হলো।