
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের শনাক্তে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করেছে ইরান। নতুন উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্বলিত নতুন প্রযুক্তিটি সিটি স্ক্যানের সাহায্যে করোনার সংক্রমণ শনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছে দেশটি।
শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, কোভিড-১৯ ভাইরাস শনাক্তে ইরানের বিজ্ঞানভিত্তিক কয়েকটি সংস্থার বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন। সম্প্রতি দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সৌরেনা সাত্তারির উপস্থিতিতে প্রযুক্তিটি উন্মোচন করা হয়।
এ বিষয়ে সাত্তারি বলেন, তেহরানের কয়েকটি কোম্পানির বিশেষজ্ঞরা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা সিটি স্ক্যানারের সাহায্যে করোনভাইরাসের সংক্রমণ সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম। ভাইরাস আক্রান্তদের শনাক্ত করতে দেশজুড়ে অনেক হাসপাতালে এই প্রযুক্তিটি বসানো হবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে এখন পর্যন্ত ৫৮ হাজার ২২৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৬০৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৬ জন।