
করোনাভাইরাসের কারণে ‘পরিস্থিতি আরও খারাপ হবে’ বলে সতর্ক করেছেন করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার (২৮ মার্চ) যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে তিনি এ বার্তা দেন। এজন্য প্রয়োজনে ব্রিটেনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করারও ইঙ্গিত দেন তিনি।
প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে সবার থেকে আলাদা রেখেছেন।
শনিবারও ব্রিটেনে ২৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ১,০১৯ জনে পৌঁছেছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৯ জন। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ব্রিটিশ সরকারের পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা করছেন দেশটির নাগরিকরা। তোপের মুখে পড়ে আক্রান্ত থেকেও ‘বন্দিদশায়’ থেকেও চিঠি পাঠিয়েছেন বরিস। চিঠির সঙ্গে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত সরকারি নিয়মকানুন এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেটও দেয়া হয়েছে।
ব্রিটেনের প্রায় তিন কোটি পরিবারকে ওই চিঠি পাঠাতে খরচ হয়েছে প্রায় ৫৮ লাখ পাউন্ড।