করোনা ঝুঁকিতে মহাকাশ স্টেশন

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক রুশ কর্মকর্তা। এভজিনি মিকরিন নামে ওই কর্মকর্তা কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তিন নভোচারীসহ একটি রকেট উৎক্ষেপণের সময় তিনি উপস্থিত থাকায় মহাকাশচারীদের মাধ্যমে করোনাভাইরাস আইএসএস-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার করোনা পরীক্ষায় মিকরিনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা। কারণ তিনি অনুষ্ঠানে তিনজন আসন্ন মহাকাশচারীদের খুব কাছাকাছি গিয়েছিলেন।

গত সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেয়। সেই রকেট উৎক্ষেপণ অনুষ্ঠানে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস করপোরেশনের ডেপুটি হেড এভজিনি মিকরিন ছিলেন। সেখান থেকে ফিরে আসার পরই তার শরীরে করোনার জীবাণু মিলেছে বলে জানিয়েছে দ্য সান।

রাশিয়ার স্টেট করপোরেশন ফর স্পেস অ্যাকটিভিটিজের চিফ দিমিত্রি রোগোজিনও মিকরিনের সঙ্গে ছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ। মিকরিন যে সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন, তা কারও জানা ছিল না। তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন।

ওই মহাকাশযানে রাশিয়ার দুজন ছাড়াও একজন যুক্তরাষ্ট্রের নাসার মহাকাশচারী ছিলেন। মহাকাশে আইএসএস-এ রওনা হওয়ার আগে ফেয়ারওয়েলে মহাকাশচারীদের মাত্র ছয় ফুট দূরে এসেছিলেন তিনি। এতে মিকরিনের থেকে মহাকাশে রওনা দেওয়া মহাকাশচারীদের করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।