
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ এ আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, বুধবার (২০ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ম্লাদেনভ এ আহ্বান জানান। এর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেয়ার একদিনের মাথায় এ আহ্বান জানালেন জাতিসংঘের দূত।
মঙ্গলবার ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে যুক্তরাষ্ট্রের ঘোষণা করা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ইসরায়েল, দখলকৃত পশ্চিম তীরে কয়েক হাজার ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। বসতি সম্প্রসারণ এ প্রকল্পে প্রায় সাত হাজার আবাসন ইউনিট তৈরি করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় এই ইহুদি বসতি সম্প্রসারিত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।