আইসোলেশনে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান

আইসোলেশনে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে তিনি এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন, পরে যার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শিগগিরই পাক প্রধানমন্ত্রীর ভাইরাস শনাক্তকরণ টেস্ট করা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতান বলেন, তিনি এখন আইসোলেশনে আছেন। তার টেস্ট করানো হবে। প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে যা যা করা দরকার আমরা তার সব করবো।

জানা যায়, আইসোলেশনে থাকলেও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে যাচ্ছেন ইমরান খান। ইতোমধ্যে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাবিনেট মিটিংও করেছেন।

গত ১৫ এপ্রিল পাকিস্তানের প্রয়াত পরোপকারী ব্যক্তি আব্দুল সাত্তার ইদির ছেলে ও ইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদি সাক্ষাৎ করেন ইমরান খানের সঙ্গে। পরে ইদির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

তার ছেলে সাদ বলেন, চার দিন ধরে অসুস্থ বোধ করায় আমরা বাবার করোনাভাইরাসের টেস্ট করাই। এতে তিনি সংক্রমিত বলে জানা যায়। তাকে আমরা হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করে।মরণঘাতী এই ভাইরাসটি এখন পর্যন্ত পাকিস্তানের প্রায় ১০ হাজার মানুষকে সংক্রমিত করেছে। মৃত্যু হয়েছে ২০৯ জনের।