সীমান্ত বন্ধের আহ্বান বিশেষজ্ঞদের

যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে লণ্ডভণ্ড অবস্থা দেশটির। এ অবস্থায় সেখানে সুনামির গতিতে ছড়িয়ে পড়া ভাইরাসটির নতুন ধরন যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে সীমান্ত বন্ধের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই সরকারের কাছে ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত বন্ধের আহ্বান জানিয়েছিলাম। এখন আবারও একই দাবি জানাচ্ছি।

‘যদি তা কোনোভাবেই সম্ভব না হয় তাহলে ভারত থেকে আসা যাত্রীদের জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। এখনই আমাদেরকে সাবধান হতে হবে।’ বলছেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

একই মত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে আমরা একটা সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। এ সময় আরেকটা ভুল করে নতুন কোনো বিপর্যয় ডেকে আনা যাবে না। তাই ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা উচিত। এ ব্যাপারে মন্ত্রণালয়ে আমরা মতামত পাঠিয়েছি, দেখি তারা কী সিদ্ধান্ত নেয়।

এদিকে ভারতে ফের গত ২৪ ঘণ্টায় (২৩ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। এ সময় দেশটিতে সংক্রমিত হয়েছে মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে ভারতে করোনায় ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন মারা গেছেন।

দেশটিতে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। ভারতে এমনকি বিশ্বে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। সংক্রমণের নিরিখে ভারত এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।