
দেশের করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউন চলাকালেও ব্যাংকিং সেবা দিতে ব্যাংক খোলা থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠানও খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বুধবার (৩০ জুন) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করবে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর আগে বলেছিলেন, কঠোর লকডাউন চলাকালে জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। তবে যেহেতু অর্থবছরের শেষ সেহেতু আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।
এদিকে, লকডাউনের প্রজ্ঞাপনে ২১টি নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস এই সময়ে বন্ধ থাকবে। আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে দেশের বন্দরসমূহ তথা বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ। এ ছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প-কারখানাসমূহ চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।