
করোনাকালীন এই সময়ে অধিকাংশ মানুষই ঘরবন্দি। বিশেষ করে, শিক্ষার্থী এবং লকডাউনের আওতাভুক্ত এলাকার বাসিন্দারা। এমতাবস্থায় দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ার কথা থাকলেও তা অবিশ্বাস্য রকম কমেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস এবং এপ্রিল মাসের শেষে গ্রাহকের সংখ্যা তুলনা করে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়, এপ্রিল মাস শেষে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজার। আর ফেব্রুয়ারির শেষে এবং মার্চ মাসের শুরুতে এ সংখ্যা ছিল ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার। অর্থাৎ উক্ত সময়ের মধ্যে প্রায় ২১ লাখ গ্রাহক কমেছে।
অন্যদিকে, মোবাইলের গ্রাহক সংখ্যাও অবিশ্বাস্য রকম কমে গেছে। এপ্রিল মাস শেষে দেশে মোবাইল গ্রাহকের মোট সংখ্যা ১৬ কোটি ২৯ লাখ। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ৩২ লাখ কম।
বিটিআরসি বলছে, এপ্রিল শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৬১ হাজার। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ১৫ লাখ কম। এপ্রিল শেষে রবির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ৭ লাখ ৬৮ হাজার কম।
বাংলালিংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯৪ হাজার। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ৩ লাখ ৪৯ হাজার কম। একইভাবে সরকার মালিকানাধীন অপারেটর টেলিটকেরও গ্রাহক কমে গেছে। এটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪০ হাজার। যা ফেব্রুয়ারির তুলনায় ৩৩ হাজার কম।