ডিএসইতে ৩১ মে থেকে লেনদেন শুরু হতে পারে

আগামী ৩১ মে লেনদেন চালুর প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এলক্ষ্যে ডিএসইর সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে ৩১ মে অফিসে যোগদান করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) ডিএসইর চেয়ারম্যানের নির্দেশনার আলোকে মানব সম্পদ বিভাগ থেকে ডিএসইর সকল বিভাগের প্রধানের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডিএসইর জনসংযোগ বিভাগ।

প্রায় দুইমাস পর চালু হতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ডিএসই চালুর অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে কমিশনের চেয়ারম্যানসহ তিন সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন থাকায় সভা আয়োজন করতে পারছিল না পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি এসব নিয়োগ সম্পন্ন হয়েছে এবং নিয়োগপ্রাপ্তরা অফিসে যোগদান করায় ঈদের পর কমিশন সভা হবে বলে জানা গেছে। যেখানে অনুমোদন দেয়া হতে পারে ডিএসইর লেনদেন চালুর।